মস্কো, ২৪ জানুয়ারি– ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার এক সামরিক বিমান৷ বুধবার এই দুর্ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ ঘটনার পর রুশ সরকার জানিয়েছে, মোট ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের নিয়ে যাচ্ছিল বিমানটি৷ বিমানটি ছিল ইলিউশিন-৭৬ সামরিক পরিবহন বিমান৷ আরও জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম বেলগোরোদ এলাকায় বিমানটি ভেঙে পডে়৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তি বলেছে, “৬৫ জন বন্দী ইউক্রেনীয় সেনা সদস্যকে বন্দি বিনিময়ের জন্য বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল৷ বিমানটিতে আরও ছয় জন ক্রু সদস্য এবং তিনজন প্রহরী ছিলেন৷” সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিমান দুর্ঘটনায় অন্তত ৬৩ জনের মৃতু্য হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েছেন৷ তবে দুর্ঘটনা সম্পর্কে তিনি আর কোনও বিবরণ দেননি৷ অনেকেই মনে করছেন, ভেঙে পড়ার আগে বিমানটিতে কোনও বিস্ফোরণ হয়ে থাকতে পারে৷