মর্মান্তিক দুর্ঘটনা ব্রাজিলে। দক্ষিণ-পূর্ব ব্রাজিলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, শনিবার মিনাস গেরাইসে এই দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
বিআর-১১৬ মহাসড়কের মিনাস গেরাইসের তেওফিলো ওটোনির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সমস্ত ক্ষতিগ্রস্থদের সরিয়ে নেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বাস চালক সহ মৃতের সংখ্যা ৩৮। দমকলকর্মীরা জানিয়েছেন, তাঁরা ক্ষতিগ্রস্ত বাস থেকে ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছেন। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাও পাওলো থেকে বাহিয়ায় ৪৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।
তবে সংবাদ সংস্থা জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শীর মতে, ট্রাক থেকে গ্রানাইটের টুকরো রাস্তায় পড়ে থাকতে পারে, যার ফলে সংঘর্ষ হয়েছে। দমকল বিভাগের আধিকারিক বলেন, ফরেনসিক তদন্তের পরই জানা যাবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।