মাঝরাতে বারে ঢুকেই এলোপাথাড়ি গুলি, শ্যুটআউটে মৃত্যু ১৪ জনের

Gun point. (File Photo: IANS)

আমেরিকার পর এবার জোহানেসবার্গের। দক্ষিণ আফ্রিকার বারে মাঝরাতে বারে ঢুকেই এলোপাথাড়ি গুলি ভিসি চালাতে শুরু করল দুষ্কৃতী, সেই গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছেই সোয়েতো টাউনশিপের একটি বারে আচমকাই শনিবার গভীর রাতে হানা দেয় দুষ্কৃতীরা।

এলোপাথাড়ি গুলি চলে বেশ কিছুক্ষণ ধরে। পুলিশের তরফে প্রথমে বলা হয়েছিল ১২ জন মারা গেছেন। পরে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়।


এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

সূত্রের খবর শনিবার মাঝরাতে সাড়ে বারোটা নাগাদ পুলিশ শ্যুটআউটের খবর পায়। খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ।

একদল দুষ্কৃতী রাতে ওই বারে ঢুকেছিল। মিনিবাস ট্যাক্সিতে চেপে এসেছিল তারা। এসেই বারে গুলি চালাতে শুরু করে।

কী কারণে এই হামলা, কারা এর পিছনে রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জোহানেসবার্গে আতঙ্ক সৃষ্টি হয়েছে।