গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইজরায়েলের বিমান হানায় ১৩ জন শিশু-সহ অন্ততপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে হামলা শুরু হয়। উত্তর গাজায় একের পর এক বোমাবর্ষণ করতে শুরু করে ইজ়রায়েলি বায়ুসেনা। এই বিমান হানায় যাঁরা নিজত হয়েছেন তাঁদের মধ্যে একই পরিবারের মা-বাবা, সন্তান, নাতি-নাতনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। বিমান হামলার পাশাপাশি উত্তর গাজার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা।
উত্তর গাজার পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ গাজাতেও হামলা জারি রেখেছে ইজরায়েল। পূর্ব গাজার তাফায় শনিবার হামলা চালায় ইজরায়েল। একটি স্কুল লক্ষ্য করে হামলা চালালে ৬ জনের মৃত্যু হয়। খান ইউনিসে একটি আশ্রয় শিবিরেও হামলা চালানোর বলে অভিযোগ।
ইজরায়েল এবং গাজ়ার সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় মধ্যস্থতার করা কথা ছিল কাতারের। কিন্তু উভয় পক্ষই এই সংঘর্ষ থামানোর সদিচ্ছা না দেখানোয় মধ্যস্থতা করা থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছে কাতার। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রক্রিয়া তখনই এগিয়ে নিয়ে যাওয়া হবে, যখন উভয় পক্ষই এই সংঘর্ষ থামানোর সদিচ্ছা ও আন্তরিকতা প্রকাশ করবে।