• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পরমাণু যুদ্ধের আভাস স্ত্রী-পরিবারকে নিরাপদ শহরে সরালেন পুতিন

ইউক্রেন জুড়ে ‘রেড এলার্ট' জারি করা হয়েছে। তিনটি রুশ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ইউক্রেন, এই দাবিও জানানো হয়। যদিও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে।

নিজের কাছের মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্রের খবর, তাঁর স্ত্রী, পরিবার সহ কাছের আত্মীয়দের সাইবেরিয়ার এক ভূগর্ভস্থ শহরে পাঠিয়ে দিয়েছেন ভলাদিমির পুতিন। আল্টাই মাউন্টেনসে বিশেষ নিউক্লিয়ার বাঙ্কার তৈরি করেছে রাশিয়া।

পরমাণু বোমা নিক্ষেপ করলেও, ওই স্থান রক্ষা পাবে বলেই জানা গিয়েছে। সেই কারণেই সেখান গা ঢাকা দেওয়ার কথা ভেবেছেন রুশ প্রেসিডেন্ট।

যদিও অনেক সূত্রের দাবি, সাইবেরিয়া নয়, বরং ‘নিউট্রাল’ সুইৎজারল্যান্ডের একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে পরিবারকে পাঠিয়ে দিয়েছেন পুতিন।

ক্রেমলিনের আধিকারিকদের নিউক্লিয়ার এভাকেউয়েশন ড্রিল শুরুর নির্দেশ দিলেন ভলাদিমির পুতিন।

রবিবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২৫ তম দিনে পা দিল। এর মাঝে পুতিনের এই নির্দেশে নড়েচড়ে বসেছে বিশ্ব। বিশেষত পশ্চিমী দেশগুলির কাছে এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

এদিকে, ইউক্রেন জুড়ে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। তিনটি রুশ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ইউক্রেন, এই দাবিও জানানো হয়। যদিও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে।