মস্কো, ১৮ মার্চ: ৮৭ শতাংশ ভোট পেয়ে আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। এখনও পর্যন্ত সে দেশে যে পরিমানে ভোট গণনা হয়েছে, তাতেই ইঙ্গিত মিলছে আবারও সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে এগিয়ে ভ্লামাদির পুতিন। রাশিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পান, তাঁকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালে রাশিয়ায় নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের আইন সংশোধন করা হয়েছিল। তারপরে এটিই ছিল সে দেশের প্রথম নির্বাচন। অন্যদিকে পুতিনের প্রতিপক্ষ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খালিটোনভ পেয়েছেন পাঁচ শতাংশের কাছাকাছি ভোট। ২০০৪ সালেও রাশিয়ার প্রেডসিডেন্ট নির্বাচনে পুতিনের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেবারেও দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি।