আয়ুব খানের নাতিকে পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করল ইমরানের দল

ইসলমাবাদ, ১৫ ফেব্রুয়ারি– পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে বর্তমানে উত্তাল গোটা পাকিস্তান৷ বুধবার প্রধানমন্ত্রীর দৌড় থেকেনিজেকে সরিয়ে নিয়ে নওয়াজ শরিফ ভাই শাহবাজের পথ পরিষ্কার করে দিয়েছেন৷ আগেই বিলাওল ভুট্ট্রো সরে দাঁড়িয়েছেন৷ তাই বলা হচ্ছিল শাহবাজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী৷ কিন্তু এবার শোনা গেল সেই পদের আরেক দাবিদার ওমর আয়ুবের নাম৷ প্রাক্তন পাক প্রেসিডেন্ট আয়ুব খানের নাতি ওমর আয়ুবকে ইমরান খানের দল পিটিআইয়ের তরফে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে ৷

পাকিস্তানের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল৷ পিটিআই সমর্থিত নির্দলরা পেয়েছেন ১০১টি আসন, অন্যান্য সমস্ত দলের চেয়ে বেশি৷ কিন্ত্ত ‘পাকিস্তানকে বাঁচাতে’ ইতিমধ্যেই জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে ময়দানে নেমে পড়েছেন নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারি৷

অন্যদিকে ফলপ্রকাশের পর থেকে কার্যত ভোটের ময়দান থেকে উধাও হয়ে গিয়েছিল ইমরানের পিটিআই৷ দিন পাঁচেক পরে পিটিআই সূত্রে জানা যায়, দলের তরফে প্রধানমন্ত্রী হিসাবে ওমর আয়ুবের কথা ভাবা হচ্ছে৷ কিন্ত্ত নির্দল প্রার্থীদের পক্ষে সরকার গড়া সম্ভব নয়, যদি না কোনও দলের সমর্থন থাকে৷ ফলে অন্য কোনও একটি দলের সঙ্গে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের হাত মেলাতেই হবে৷ এহেন পরিস্থিতিতে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাকর্তার নাতির নাম উল্লেখ করে প্রবলভাবে লড়াইয়ে ফিরে এল জেলবন্দি ইমরান খানের দল৷