• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ডায়নার গয়না মেগানকে ছুঁতেও দেননি উইলিয়াম

লন্ডন, ৩১ জুলাই– বিয়ের পর থেকেই রাজপরিবার থেকে দূরত্ব বজায় রেখেছেন রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। কারণটা অবশ্যই কৃষ্ণাঙ্গ মেগানকে বিয়ে করার কারণে রাজপরিবারের রোষ।  যা নিয়ে রাখ ঢাক না করেই গত কয়েক বছর ধরে লাগাতার রাজপরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। অভিযোগ উঠেছে, কৃষ্ণাঙ্গ মেগানকে বিয়ে করার কারণে রাজপরিবারের অন্দরেই রোষের মুখে পড়তে

লন্ডন, ৩১ জুলাই– বিয়ের পর থেকেই রাজপরিবার থেকে দূরত্ব বজায় রেখেছেন রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। কারণটা অবশ্যই কৃষ্ণাঙ্গ মেগানকে বিয়ে করার কারণে রাজপরিবারের রোষ।  যা নিয়ে রাখ ঢাক না করেই গত কয়েক বছর ধরে লাগাতার রাজপরিবারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। অভিযোগ উঠেছে, কৃষ্ণাঙ্গ মেগানকে বিয়ে করার কারণে রাজপরিবারের অন্দরেই রোষের মুখে পড়তে হয় হ্যারিকে। এমনকি,তাঁদের সন্তানের গায়ের রং নিয়েও বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছিল রাজপরিবারের তরফে। এবার ফের ব্রিটিশ রাজপরিবার সদস্য প্রিন্স উইলিয়ামকে নিয়ে বিস্ফোরক দাবি প্রকাশ্যে। মেগান যেন লেডি ডায়নার গয়না না পরেন, এব্যাপারে নাকি নিষেধাজ্ঞা জারি করেন প্রিন্স উইলিয়াম। বাকিংহাম প্যালেস নিয়ে রব জিবসনের নতুন বইয়ে এমনই দাবি করা হয়েছে।
উইলিয়াম-কেট এবং হ্যারি-মেগানকে একসঙ্গে ‘ফ্যাব ফোর’ বলে অভিহিত করত ব্রিটিশ মিডিয়া। ছোটবেলা থেকে উইলিয়াম ও হ্যারির মধ্যে সম্পর্ক খুব ভাল হলেও ছবিটা পালটে যায় হ্যারির বিয়ের পর। সেই সম্পর্ক কতটা বিষিয়েছিল তা যেন ফের নতুন করে স্পষ্ট হল সাম্প্রতিক গুঞ্জন ঘিরে। প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম একদা মা ডায়নার আংটি পরিয়ে প্রেম প্রস্তাব দিয়েছিলেন কেট মিডলটনকে। অথচ হ্যারির মেগানকে বিয়ের সিদ্ধান্ত নিলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। চাননি ডায়নার গয়না পরুন মেগান।
‘ক্যাথরিন, দ্য প্রিন্সেস অফ ওয়েলস’ বইয়ে লেখক দাবি করেছেন,  উইলিয়াম ও কেট দুজনেই হ্যারি-মেগানের সম্পর্ক নিয়ে অস্বস্তিতে ছিলেন। তাঁদের দাবি ছিল, যেভাবে দ্রুত পরিণতির দিকে এগোচ্ছে যুগলের সম্পর্ক তা তাঁদের পছন্দ হচ্ছে না। তাই ভাইকে পরামর্শ দিয়েছিলেন, তাড়াহুড়ো না করতে। এবং মেগানকে রাজপরিবারের সঙ্গে একাত্ম হতে আরও সময় দিতে।
সূত্র মারফত জানা যায়, ব্রিটেনের পরবর্তী রানি কেটের সঙ্গে মেগানের সম্পর্কের অবনতির ফলেই রাজপরিবারের মধ্যে ফাটল ধরেছিল। ২০২১ সালে ওপরা উইনফ্রের চ্যাট শোয়ে এসে মেগান জানিয়েছিলেন, কেটের দুর্ব্যবহারের কারণে তিনি কেঁদে ফেলতেন। প্রয়াত ডায়নার একটি মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে হ্যারি ও উইলিয়ামকে একে অপরের থেকে বেশ দূরে দূরেই দেখা গিয়েছিল। রানি এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উপলক্ষেও একে অপরকে এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। এলিজাবেথের মৃত্যুর পরে সম্পর্ক জোড়া লাগবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু তা হয়নি।