• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

হাতে চুম্বন না করায় শিশুকে চড় মেরে বিতর্কে এরদোগান

এবার চড় বিতর্কে নাম জড়াল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের৷ অনুষ্ঠানের মঞ্চে তাঁর হাতে চুম্বন করেনি ছোট্ট ছেলেটি৷ সেই কারণে তিনি নাকি শিশুটিকে চড় কষিয়েছেন৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভিডিও৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, গত ২৭ জুলাই উত্তর-পূর্ব তুরস্কের রাইজ প্রদেশ একটি বিশেষ প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান৷

এবার চড় বিতর্কে নাম জড়াল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের৷ অনুষ্ঠানের মঞ্চে তাঁর হাতে চুম্বন করেনি ছোট্ট ছেলেটি৷ সেই কারণে তিনি নাকি শিশুটিকে চড় কষিয়েছেন৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ভিডিও৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, গত ২৭ জুলাই উত্তর-পূর্ব তুরস্কের রাইজ প্রদেশ একটি বিশেষ প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান৷ মঞ্চে তাঁর সঙ্গে দাঁড়িয়েছিলেন অন্যান্য আধিকারিকরা৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের সময় মঞ্চে উঠে একে একে শিশুরা তুরস্কের সংস্কৃতি মেনে এরদোগানের হাতে চুম্বন করছে৷ তিনি উপহার হিসাবে বাচ্চাদের হাতে টাকা দিচ্ছেন৷ এর পরই একটি ছোট্ট ছেলে প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলায় কিন্ত্ত চুমু খেতে ইতস্তত বোধ করে৷ তখনই এরদোগানকে দেখা যায় ওই বাচ্চাটিকে গালে হাত দিতে৷ এই দেখেই অনেকে দাবি করেন, তিনি শিশুটিকে চড় মেরেছেন৷ মুহূর্তের মধ্যে এই দৃশ্য ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ শুরু হয় জোর চর্চা৷

প্রসঙ্গত, তুরস্কের সংস্কৃতি অনুযায়ী বড়দের হাতে চুম্বন করা মানে তাঁদেরকে সম্মান জানানো৷ ভিডিও ভাইরাল হতেই নানা মতামত দেন নেটিজেনরা৷ একজন যেমন বলেন, ‘আমি আশ্চর্য হলাম৷ তিনি ক্যামেরার সামনে যদি এরকম করেন তাহলে বন্ধ দরজার পিছনে সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করেন৷’

তবে শিশুদের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের এহেন বিতর্কিত আচরণ এই প্রথম নয়৷ ২০২১ সালে রাইজ প্রদেশে সালারখা টানেল উদ্বোধনের অনুষ্ঠানে একটি বাচ্চার মাথায় মারতে দেখা গিয়েছিল এরদোগানকে৷ এর পর গত বছরই প্রকাশ্যে নিজের নাতিকে থাপ্পড় মেরেছিলেন তিনি৷ কিন্ত্ত পরে দাবি করেছিলেন যে, নিছকই মজা করেছেন৷ এবার ফের একবার বিতর্কে জড়ালেন এরদোগান৷