• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মায়ানমার আন্দোলনে পুলিশের গুলি, মৃত্যু ১৮ গণতন্ত্রপ্রেমীর

উত্তাল মায়ানমার। রাস্তায় হাজারাে মানুষ নেমেছেন গণতন্ত্র ফেরানাের দাবিতে এবং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে। নােবেলজয়ী নেত্রী সু চি-র মুক্তির দাবি তাদের কণ্ঠে।

মায়ানমারের রাস্তায় হাজারাে মানুষ। (Photo: IANS)

উত্তাল মায়ানমার  রাস্তায় হাজারাে মানুষ নেমেছেন গণতন্ত্র ফেরানাের দাবিতে এবং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নােবেলজয়ী নেত্রী সু চি-র মুক্তির দাবি তাদের কণ্ঠে তবে আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ করেছে সে দেশের সামরিক জুন্টা। কঁদানে গ্যাস, জলকামান, লাঠির সঙ্গে চলছে গুলিও 

এতদিন পর্যন্ত মায়ানমারের গণতন্ত্রপ্রেমীদের সঙ্গে পুলিশের সঙ্ঘর্ষে রবিবার প্রাণ হারালেন ১৮ জন ইয়াঙ্গন সহ দেশের একাধিক শহরে সু চি-র মুক্তির দাবিতে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ আন্দোলন ঠেকাতে গুলি চালায় পুলিশ সেই গুলিতে প্রাণ গিয়েছে ১৮ জনের এমনটাই খবর প্রকাশিত হয়েছে সে দেশের একাধিক সংবাদমাধ্যমে

রবিবার সকাল থেকেই পুলিশ ছিল মারমুখী স্টোন গ্রেনেড, কাঁদানে গ্যাসের পর বন্দুক হাতে নেয় পুলিশ নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আহত হয়ে ভর্তি আছেন অনেকে ১ ফেব্রুয়ারি রক্তপাত ছাড়াই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছিল সেনাবাহিনী

সু চি ও অন্যান্য ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি নেতাদের আটক করেছিল জুন্টা সরকার তারপর থেকেই ক্রমাগত বিক্ষোভে উত্তাল মায়ানমার আন্দোলনের ওপর সেনা ও পুলিশের হামলার নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘও ভারতও গণতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেছে তবে এখনই আন্দোলন থামছে না সু সি-র দেশে