• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী

মোদী বলেন,'এই বছর ব্রাজিল ভারতের উত্তারাধিকার অর্জন করেছে। ''এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত''-এই দৃষ্টিভঙ্গি মেনে আমাদের অর্থপূর্ণ আলোচনার অপেক্ষায় আছি। আমি আরও কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করার সুযোগটি কাজে লাগাব।'

পিএম মোদি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছেছেন। এএনআই ছবি

সোমবার নাইজেরিয়া সফর শেষ করে ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ত্রিদেশীয় সফরের এটাই দ্বিতীয় সফর। যেখানে তিনি রিওর জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে এসেছেন। তিনি ব্রাজিলের যে হোটেলে এসে পৌঁছেছেন, তার বাইরে মোদিকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নৃত্যশিল্পীরা প্রাণবন্ত গুজরাটি পোশাকে ঐতিহ্যবাহী ডান্ডিয়া অনুষ্ঠানে সামিল হয়েছেন। সেই সঙ্গে ব্রাজিলের পন্ডিতরাও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন। মোদী হোটেলে প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানকার প্রবাসী ভারতীয়রা তেরঙা পতাকা নিয়ে ‘মোদী মোদী’ স্লোগান দেওয়া শুরু করেন।

বিষয়টি নিয়ে ভারতের বিদেশমন্ত্রক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছে,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ব্রাজিলের প্রাণবন্ত শহর রিও ডি জেনেইরো পৌঁছেছেন।’ সেখানকার বিমানবন্দরে নামার পর মোদিকে অভ্যর্থনা জানানোর ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।

এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বিষয়টি তুলে ধরেছেন। তিনি লিখেছেন,’জি-২০ সামিটে অংশগ্রহণের জন্য ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পা রেখেছি। আমি শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় আছি।’ প্রসঙ্গত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ জি ২০-র ত্রিশক্তির অন্যতম ভারত। যারা ১৯তম এই সামিটে অংশগ্রহণ করতে চলেছে। পাশাপাশি, এই সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে মোদীও বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম।

মোদী বলেন,’এই বছর ব্রাজিল ভারতের উত্তারাধিকার অর্জন করেছে। ”এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত”-এই দৃষ্টিভঙ্গি মেনে আমাদের অর্থপূর্ণ আলোচনার অপেক্ষায় আছি। আমি আরও কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করার সুযোগটি কাজে লাগাব।’

উল্লেখ্য, গতবার জি-২০ সম্মেলনে ৫৫টি রাষ্ট্র সমন্বিত আফ্রিকা ইউনিয়নের অন্তর্ভুক্তি এবং ইউক্রেন দ্বন্দ্ব কাটিয়ে বিশ্বনেতাদের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার ভারতের পক্ষ থেকে এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আসা উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং অন্যান্যরা। এই সম্মেলন শেষে প্রেসিডেন্ট ইরফান আলির আমন্ত্রণে ১৯ থেকে ২১ নভেম্বর মোদী গুয়ানা সফর করবেন। প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় পর এটাই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গুয়ানা সফর।