বলা চলে আর দু’দিন পরে হােয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন। ২০ জানুয়ারি দেশের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন কমলা হ্যারিসও, যিনি ভারতীয় বংশোদ্ভুত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলিতে একাধিক ভারতীয়কে বেছে নিয়েছেন ভাবী প্রেসিডেন্ট।
জানা যাচ্ছে, আমেরিকায় এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখা যেতে পারে কমপক্ষে ২০ জন ভারতীয়কে। এদের মধ্যে মহিলাই ১৩ জন। ১৭ জন আবার হােয়াইট হাউসের অন্দরে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। এই তালিকায় প্রথমেই রয়েছেন বনিতা গুপ্তা। বিচার বিভাগের অ্যাসােসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে তাকে মনােনীত করেছেন বাইডেন।
প্রাক্তন ফরেন সার্ভিস আধিকারিক উজর জেয়াকে বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি মনােনীত করা হয়েছে। ফাস্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মালা আদিগ।
হােয়াউট হাউসের জলবায়ু নীতি নির্ধারণ বিভাগের অন্যতম সিনিয়র উপদেষ্ট হচ্ছেন সনিয়া আগরওয়াল। হােয়াইট হাউস কোভিড রেসপন্স টিমের নীতি উপদেষ্টা হচ্ছেন বিদূর শর্মা। হােয়াইট হাউস কাউন্সিলে দুই মহিলা নেহা গুপ্ত এবং রিমা শাহকে নিযুক্ত করা হয়েছে।
গরিমা বর্মা ফাস্ট লেভিন্ন দফতরের ডিজিটাল ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি পদে এসেছেন সাবরিনা সিংহ। সার্জন জেনারেলে হিসেবে মনােনয়ন করা হয়েছে বিকে মুর্তিকে।
কাশ্মীরি বংশোদ্ভূত আয়েশা শাহ হেয়াইট হাউস ডিজিটাল স্ট্রাটেজি বিভাগের পার্টনারশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছে।
সমীরা ফজিলি ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর পদটি পেতে পারেন। ভরত রামমূর্তি হােয়াইট হাউস ন্যাশনাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।
বারাক ওবামা ঘনিষ্ঠ গৌতম রাঘবনও বাইডেনের আমলে হােয়াইট হাউসে ফিরছেন। প্রেসিডেন্টশিয়াল পার্সোনেল দফতরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন তিনি। বাইভেনের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পাচ্ছেন বিনয় রেড্ডি। হবু প্রেসিডেন্টের বক্তৃতা লেখার দায়িত্ব পাচ্ছেন তিনি।
বইডেনের অ্যাসিস্টান্ট প্রেস সেক্রেটারি হচ্ছেন বেদান্ত পটেল। হােয়াইট হাইসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও ৩ ভারতীয় জায়গা পেতে চলেছেন।