পাকিস্তানের বিস্ফোরক বোঝাই জাহাজ এসে ঠেকলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সখ্য বেড়েছে বাংলাদেশের অন্তরীণ সরকারের। অন্তরীণ সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস-শেহবাজ শরিফ সাক্ষাতের ছবি প্রকাশ পাওয়ার পরই বাংলাদেশের একাধিক মৌলবাদী নেতাকে ভারতকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। এরই মধ্যে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে! বিশেষজ্ঞদের অনুমান, আইএসআই-এর তরফে বাংলাদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে যাবে এই বিস্ফোরক।
যা ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করতে। ভারতীয় গোয়েন্দাদের ধারণা অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করে তুলতেই এই অস্ত্রবোঝাই জাহাজ পাঠানো হয়েছে বাংলাদেশে। ইতিমধ্যেই অসম, পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যে নিজের ঘাঁটি শক্ত করতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম। এবার চট্টগ্রামে পাকিস্তানি অস্ত্রের চালান স্পষ্ট করছে ভারতে নাশকতার বীজ ছড়াতে কীভাবে বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান।
শনিবার আওয়ামী লীগ তার অফিশিয়াল এক্স হ্যান্ডল পোস্টে এই বিস্ফোরক ভর্তি জাহাজের ছবি প্রকাশ করে লিখেছে, চট্টগ্রাম বন্দরে বোঝাই করা বিপুল পরিমাণ বিস্ফোরক। গত ২১ ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছয় এইসব বিস্ফোরক। ‘সিসমিক ইমালসন’ নামের এই বিস্ফোরকগুলি যে কোনও রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম। এবং এই বিস্ফোরকের মাধ্যমে তৈরি বোমায় হতাহতের সংখ্যাও ভয়াবহ আকার নেয়।