সন্ত্রাসবাদকে মদত দেয় পাকিস্তান, দাবি রাষ্ট্রসংঘের ভারতীয় দূতের 

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রধান সমস্যা সন্ত্রাসবাদ, এমনটাই দাবি করলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পর্বতানেনি হরিশ। তাঁর দাবি, সন্ত্রাসবাদকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মদত দিয়ে আসছে, যার ফল ভুগতে হচ্ছে ভারতকে। তবে পাকিস্তানের এই ভূমিকা আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন পর্বতানেনি হরিশ।  
 
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হরিশকে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেন হরিশ।তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে।  তার কারণই হল সন্ত্রাসবাদ। এই সমস্যার সমাধান না হলে দুই দেশের সম্পর্কে কোনও দিনই উন্নতি সম্ভব নয়।’
 
তিনি আরও জানান, সমস্যার সমাধান করতে বহুবার উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনাও করেছেন। তবে কোন ফল হয়নি। তাঁর কথায়, ‘একমাত্র আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া সম্ভব। ভারত সেই লক্ষ্যেই এগোচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘একটি সন্ত্রাসবাদী হামলা একাধিক হামলার সমান। একটি প্রাণ গেলে আরও হাজার প্রাণ চলে যায়। তাই আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সমস্যার সমাধানের জন্য কী  কী পদক্ষেপ করছি সেটাই আলোচ্য বিষয়। ‘