এই বাংলাদেশ ও পাকিস্তানের এই নয়া সমীকরণে নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। ভারতের গোয়েন্দাদের অভিযোগ, ঢাকায় নতুন করে সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ইউনূস সরকার জঙ্গিদের সম্পর্কে নরম মনোভাব নেওয়ায় জেহাদি সংগঠনগুলিও ঐক্যবদ্ধ হচ্ছে।
২০১২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছেন। কূটনৈতিক দিক থেকেও এই সফর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ এবং পাকিস্তানের এই ঘনিষ্ঠতা প্রভাব ফেলতে পারে ভারত-বাংলাদেশ সম্পর্কে। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সম্পর্কও উন্নত করেছে বাংলাদেশ। এই দুই দেশের নতুন করে ঘনিষ্ঠতা গড়ে উঠলে ভারতের নিরাপত্তার পক্ষেও তা উদ্বেগের কাৰণ হতে পারে।