ট্রাম্প ভোটে জিততেই ডেমোক্রাটপন্থীদের সমস্ত রাগ গিয়ে পড়েছে এক্স কর্তা ইলন মাস্কের ওপর। যার জেরে কট্টর ডেমোক্রাটপন্থীরা ডিজিটাল বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁরা একে একে এক্স হ্যান্ডেল ব্যবহার ছেড়ে দিতে শুরু করেছেন। গত এক সপ্তাহে সোশ্যাল মিডিয়া এক্স ছেড়েছেন প্রায় ১ লক্ষ ১৫ হাজারের মতো আমেরিকান ব্যবহারকারী।
প্রসঙ্গত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলকে ব্যবহার করে ট্রাম্পকে ভূয়সী প্রশংসা করেছিলেন। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তাঁর হয়ে একপ্রকার প্রচার করেছিলেন সংস্থার এই কর্ণধার। তাঁর ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে দ্বিতীয়বার বিপুল ভোটে জয়লাভ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, তাঁর সোশ্যাল মিডিয়া ‘এক্স’ যেমন রিপাবলিকান সমর্থকরা ব্যবহার করেন, তেমনি ব্যবহার করেন বিরোধী দল ডেমোক্রাটরাও। ভোটে ইলন মাস্ক তাঁর সামাজিক মাধ্যম ‘এক্স’-কে ভোটের প্রচারে কাজে লাগাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন হ্যারিসপন্থীরা। সূত্রের খবর, ভোটের এই ফলাফলের জেরে ডেমোক্র্যাটদের সমস্ত রাগ গিয়ে পড়েছে ‘এক্স’ কর্তার ওপর। যার ফলে এক এক করে এক্স-এর ব্যবহার ছেড়ে দিচ্ছেন আমেরিকানরা।
একটি তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ১ লক্ষ ১৫ হাজার ব্যবহারকারী জনপ্রিয় সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেল ছেড়ে দিয়েছেন। পরিবর্তে যোগ দিয়েছেন ‘ব্লু স্কাই’ নামে অন্য একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে। সম্প্রতি এই চাঞ্চল্যকর তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন। যার জেরে তোলপাড় নেট দুনিয়া। সিএনএন-এর তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত এক সপ্তাহে ‘ব্লু স্কাই’-এর ব্যবহারকারীর সংখ্যা ১ মিলিয়ন বেড়ে গিয়েছে। যার জেরে গত ৯০ দিনে ‘ব্লু স্কাই’-এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে এই সামাজিক মাধ্যমের মোট ব্যবহারকারীর সংখ্যা ১৫ মিলিয়ন।
কিন্তু ব্যবহারকারীদের যুক্তি কী? কেন তাঁরা এই সামাজিক মাধ্যম থেকে বেরিয়ে আসছেন? জবাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক্স-এ গত কয়েক মাসে যৌনতাবাদী শব্দের ব্যবহার বেড়ে গিয়েছে। যেমন–‘আপনার শরীর, আমার পছন্দ’ ইত্যাদি।
এবিষয়ে বিশিষ্ট সাংবাদিক চার্লি ওয়ারজেল, নিউইয়র্ক টাইমসের মারা গে এবং সিএনএন-এর প্রাক্তন উপস্থাপক ডন লেমন এই সপ্তাহে এক্স থেকে বেরিয়ে আসার ঘোষণা করে ব্লু স্কাই-তে যোগ দিয়েছেন। যা সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। যার জেরে অনেকে যাঁরা ‘এক্স’ ব্যবহার করছেন, তাঁদের মধ্যে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে যে, তাঁরা ভবিষ্যতে ‘এক্স’ আর ব্যবহার করবেন কিনা।
এদিকে ব্রিটিশ সংবাদ প্রকাশক ‘দ্য গার্ডিয়ান’ বুধবার ঘোষণা করেছে যে, মার্কিন নির্বাচনে মাস্কের প্রভাব বিস্তারের কারণে তারা এক্স ছেড়ে দিচ্ছেন। বুধবার ‘দ্য গার্ডিয়ান’ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সাইটে তাদের অফিসিয়াল গার্ডিয়ান অ্যাকাউন্ট থেকে আর কোনও পোস্ট করবে না। এই প্রকাশক সংস্থা আরও অভিযোগ জানিয়েছে যে, মার্কিন নির্বাচনে তাদের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। মাস্ক এই সামাজিক মাধ্যমটিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। সেজন্য এক্স-কে তারা একটি বিষাক্ত সামাজিক প্লাটফর্ম হিসেবেও অভিহিত করেছে।