অসম্ভব বলে কিছু নেইঃ নেইমার

অসম্ভব বলে কিছু নেইঃ নেইমার

মাদ্রিদ- চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদের কাছে ১-৩ গোলে হারের পর প্যারিস সেন্ট জারমেনের তারকা নেইমার বলেছেন তার দল এখনও কোয়ার্টার ফাইনালে যেতে পারে।

নেইমারের বিশ্লেষণ অনুযায়ী প্রথম লেগের ম্যাচে সেন্ট জারমেন কখনো কখনো ভুল করেছে। ম্যাচের শেষের দিকে তারা যে যথেষ্ঠ পরিণত ছিল না, এটাও স্বীকার করেছেন নেইমার।

ব্রাজিলের মিডিয়াকে নেইমার আরও বলেছেন, ‘আমরা আদৌ খারাপ খেলিনি। কিন্তু আমার মনে হয় যদি রিয়েল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে ছাঁটাই করতে হয়, তবে আমাদের আরও ভালো খেলতে হবে’।


নেইমার যখন গত মরশুমে বার্সিলোনাতে ছিলেন, তখন প্রথম লেগে প্যারিস সেন্ট জারমেনের কাছে বার্সিলোনা ৪-০ গোলে হেরে যায়। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচে ৬-১ গোলে জেতে এবং সেন্ট জার্মেনকে পাততাড়ি গোটাতে বাধ্য করে।

এবার দ্বিতীয় লেগের ম্যাচের আগে সেন্ট হারমেনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেছেন, আমার মনে হয় জেতাটা খুব কঠিক কিন্তু অসম্ভব বলে কিছু নেই।