• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল

উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

বহু আলাপ-আলোচনা ও চাপানউতোরের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। নতুন এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে এই দলের সূচনা হয়। প্রথমে কোরান পাঠ এবং তারপর একে একে গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলি থেকে পাঠ করা হয়। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। নতুন দলে মোট শীর্ষ পদ রয়েছে ১০টি। শেষ মুহূর্তে বাড়ানো হয়েছে আরও তিনটি পদ। শীর্ষ পদে যাঁরা থাকবেন তাঁদের ১০ জনের নামও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলিও জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। এদিকে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় জড়ো হন অসংখ্য মানুষ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি কঠোর করা হয়েছে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন দু’জন করে। এ ছাড়াও রাখা হয়েছে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ। শুক্রবার দুপুরে এই তিনটি নতুন পদ যোগ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। এই পদে যোগ দেওয়ার জন্য নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। আগস্টের ছাত্র আন্দেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। পরে তাঁকে এবং ছাত্র আন্দোলনের অপর গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদকে অন্তর্বর্তী সরকারে নিয়োগ করেন মুহাম্মদ ইউনূস।

নতুন দলের সদস্যসচিব পদে নিযুক্ত হয়েছেন আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদীব। নাসিরুদ্দীন পাটওয়ারীকে দলের মুখ্য সমন্বয়কারী পদে নিয়োগ করা হয়েছে। মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের দায়িত্বে হাসনাত আবদুল্লাহ। মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল পদে সারজিস আলমের নাম চূড়ান্ত হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হয়েছেন তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার। যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও সে দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে ছাত্র আন্দোলনের নেতারা দলে দলে জড়ো হন মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে।