মস্কো, ১৯ ফেব্রুয়ারি– ভ্লাদিমির পুতিনের প্রবল সমালোচক অ্যালেক্সেই নাভালনির মৃতু্যতে কয়েকদিন ধরেই উত্তাল মস্কো রাজনীতি৷ বলা হচ্ছিল হূদয়রোগে মৃতু্য হয়েছে তার৷ কিন্তু এবার জানা গেল ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে অ্যালেক্সেই নাভালনির মৃতদেহ! চাঞ্চল্যকর দাবি রুশ সংবাদমাধ্যমের৷ জানা গিয়েছে, ভ্লাদিমির পুতিনের প্রবল সমালোচকের দেহ উদ্ধার হয়েছে একটি মর্গ থেকে৷ দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে বলেই দাবি৷
নাম প্রকাশে অনিচ্ছুক প্যারামেডিক জানান, মৃতু্যর কয়েকদিন পরে একটি মর্গে নাভালনির দেহ পাওয়া গিয়েছে৷ সারা গায়ে প্রচুর ক্ষতচিহ্ন ছিল৷ জেলে থাকাকালীন নাভালনির উপর শারীরিক নির্যাতন চলত, এই ক্ষতচিহ্ন দেখে সেটা নিশ্চিত করা যায় বলেই দাবি ওই প্যারামেডিকের৷ তাঁর কথায়, জেলে যদি বন্দির মৃতু্য হয় তাহলে তাঁর দেহ সোজা ফরেন মেডিসিন বু্যরোতে নিয়ে যাওয়া হয়৷ কিন্ত নাভালনির দেহ পাঠানো হয়েছিল হাসপাতালে৷ সেখানকার মর্গ থেকেই সম্ভবত নাভালনির দেহ মিলেছে বলে দাবি রুশ সংবাদমাধ্যম সূত্রে৷
উল্লেখ্য, গত শুক্রবার নাভালনির মৃতু্য হয়েছে বলে জানানো হয়৷ কিন্ত্ত এখনও তাঁর দেহ হাতে পাননি পরিবারের সদস্যরা৷ নাভালনির মৃতু্যর খবর পেয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে জেলে গিয়েছিলেন তাঁর মা৷ কিন্ত্ত দেহ দিতে চাননি জেল আধিকারিকরা৷ তাঁদের দাবি, নাভালনির মৃতু্যর তদন্ত চলছে এখনও৷ তাই এখনই দেহ হস্তান্তর সম্ভব নয়৷
যদিও নাভালনি অনুগামীদের মতে জেল হেফাজতে খুন করা হয়েছে তাঁকে, সেই জন্যই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হচ্ছে না৷ আসলে নাভালনির দেহ লুকিয়ে নিজেদের অপরাধকে ধামাচাপা দিতে চাইছে রুশ প্রশাসন৷ প্রসঙ্গত, ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল পুতিনের সমালোচককে৷