• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নাসার চন্দ্ৰমিশনে নির্বাচিত ভারতীয় বংশােদ্ভূত

নাসার তরফে জানানাে হয়েছে, ২০২৪ সালে মর্ডান লুনার এক্সপ্লোরেশন প্রােগ্রামের আওতায় প্রথম মহিলা চাঁদে পা রাখনে। তারপর একজন পুরুষ চাঁদে পা রাখবেন।

নাসা (Photo: iStock)

নাসার চাঁদে মানুষ পাঠানাের মিশনের জন্য ভারতীয় নাগরিককে বেছে নেওয়া হয়েছে। মার্কিন এয়ার ফোর্স অ্যাকাদেমি, ম্যাসাচুসেস্ট ইন্সটিটিউট অফ টেকনােলজি ও ইউ এস নাভাল টেস্ট পাইলট স্কুলের স্নাতক রাজা চারিকে নির্বাচন করা হয়েছে।

চাঁদে মানুষ পাঠানাের অভিযানে ১৮ জন নভােশ্চরকে নাসা নির্বাচন করেছে, রাজা জন ভুরপুতুর চারি তাদের মধ্যে একজন। বর্তমানে তিনি মার্কিন এয়ার ফোর্স কর্নেল হিসেবে কর্মরত রয়েছেন।

নাসার তরফে জানানাে হয়েছে, ২০২৪ সালে মর্ডান লুনার এক্সপ্লোরেশন প্রােগ্রামের আওতায় প্রথম মহিলা চাঁদে পা রাখনে। তারপর একজন পুরুষ চাঁদে পা রাখবেন। দশকের শেষে টাদে মানুষের উপস্থিতি প্রতিষ্ঠিত করা হবে। নাসার তরফে ১৮ জনকে চন্দ্র মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।