• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, বেড়েই চলেছে মৃত্যুসংখ্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ পোস্ট করে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এও জানান যে, ভারত সবরকম সাহায্যের জন্য প্রস্তুত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার এক মৃত্যুপুরীর চেহারা নিয়েছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি, প্রকৃতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একাংশ। মৃতের পাশাপাশি আহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি। ভূমিকম্পে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত মায়ানমার ও ব্যাঙ্ককে ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে অপারেশন ব্রক্ষ্মার অধীনে ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণ পৌঁছে গিয়েছে মায়ানমারে।

শনিবার সকালে সে দেশের সামরিক জুন্টা সরকারকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছিল, অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহতের সংখ্যা ১৬৭০। পরে মায়ানমারের সরকারি সংবাদমাধ্যম জানায়, মোট মৃত্যুর সংখ্যা  ১০০২। আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। নিখোঁজ ৩০ জন। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। মায়ানমারে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ পোস্ট করে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এও জানান যে, ভারত সবরকম সাহায্যের জন্য প্রস্তুত। বিদেশ মন্ত্রককে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে বলেও মোদী জানান।