জোড়া বিস্ফোরণে তেহরানে মৃত শতাধিক

তেহরান, ৪ জানুয়ারি — ইরানে জোড়া বিস্ফোরণে মৃতু্য হল ১০০-র বেশি জনের৷ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শ জন৷ ইরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত কেরমান শহরে ঘটেছে বুধবার ঘটেছে এই বিস্ফোরণ৷ ওই শহরে রয়েছে ইরানের জনপ্রিয় সেনা জেনারাল কাসেম সোলেইমানির সমাধি৷ ২ বছর আগে মার্কিন ড্রোন হামলায় মৃতু্য হয়েছিল ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’-এর প্রধান কম্যান্ডার সোলেইমানির৷ তাঁর স্মরণেই সোলেমানির কবরস্থানে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ৷ সেই কবর স্থানের কাছেই এই জোড়া বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে৷

কেরমান প্রদেশের গভর্নর রহমান জালালি এই ঘটনাতে ‘জঙ্গি হামলা’ বলে অভিহিত করেছেন৷ সোলেইমানির সমাধির কাছে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, “কেরমানে সোলেইমানির সমাধির কাছে রাস্তার দুধারে বিস্ফোরক মজুত করেছিল৷ দূর থেকে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা৷” ইরানের সংবাদমাধ্যম সূত্রে এখনও পর্যন্ত ১০৩ জনের মৃতু্য এবং ১৪১ জনের আহত হওয়ার কথা জানানো হয়েছে৷ তবে বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, আরও বেশি জনের মৃতু্য হয়েছে এই বিস্ফোরণে৷ যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি৷