মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে জানিয়েছেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। ভারতের মেটা ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল এক বিবৃতিতে বলেন, ‘মার্ক জুকেরবার্গের মন্তব্য- ২০২৪ এর নির্বাচনে অনেক দেশের ক্ষমতাসীন দল পুনর্নির্বাচিত হতে পারেনি, এই কথাটি কয়েকটি দেশের ক্ষেত্রে সত্যি হয়। তবে ভারতের ক্ষেত্রে নয়। আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। মেটা-র কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা ভবিষ্যতেও ভারতের সঙ্গে ভালোবাসার বন্ধনে থাকতে চাই।’
নিশিকান্ত দুবে এক্স–এ লিখেছেন, ভারতীয় সংসদ এবং সরকারের উপর ১৪০ কোটি মানুষের আশীর্বাদ এবং জনসাধারণের ভরসা রয়েছে। মেটার ভারতীয় কর্তা ক্ষমা চেয়েছেন। তিনি লেথেন, এটি ভারতের সাধারণ নাগরিকদের জয়।
গত ১০ জানুয়ারি জো রোগানের জনপ্রিয় পডকাস্ট চ্যানেলে উপস্থিত হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটা প্রধান মার্ক জুকেরবার্গ। মেটা প্রধান দাবি করেন, ২০২৪ সালে সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দেশগুলিতে নির্বাচন হয়। প্রায় সর্বত্রই ক্ষমতাসীনরা ক্ষমতা হারিয়েছে। এর জন্য মুদ্রাস্ফীতি বা কোভিড মোকাবিলায় গৃহীত অর্থনৈতিক নীতির কারণে। সারা বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। মেটা প্রধানের এই মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত হয়। সোমবার এক্স হ্যান্ডেলের এক পোস্টে এই মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘জুকেরবার্গ ভুল মন্তব্য করেছেন। এর কোনও বাস্তব ভিত্তি নেই।’ এরপর মঙ্গলবার নিশিকান্ত দুবে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। বুধবার মেটার তরফে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাওয়া হল।