সৌদি আরব:- রোনাল্ডো-মেসির পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে। পিএসজি ছাড়ার ইঙ্গিত দেওয়ার পর বিশ্বকাপ জয়ী ফুটবলারকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক ক্লাব। এরমধ্যে রয়েছে সৌদি আরবের আল হিলালও। সূত্রের খবর, ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড়ো অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইউরোপীয় ফুটবলের অনেক তারকাই নাম লেখাচ্ছেন এই দেশের বিভিন্ন ক্লাবে। এবার এমবাপেকে দলে নিতে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদির ক্লাবে প্রস্তাবে রাজী হলে বিশ্ব ফুটবলে নতুন রেকর্ড সৃষ্টি করবেন এই ফরাসি স্ট্রাইকার।২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। পিএসজিও তাঁদের এশিয়া সফরে এমবাপেকে দলে রাখেনি। তাঁরাও তারকা ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায়। এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল হিলাল ক্লাব। সূত্রের খবর, জানা গিয়েছে, এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা ফুটবল বিশ্বের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এমবাপের কাছে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবীকরনের জন্য পাঠিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে এমবাপে তা নবীকরন করেননি। এর পরেই এমবাপের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা বাড়ে। নতুন চুক্তি না হলে সামনের বছরেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। অর্থাৎ তাঁকে দলে নিতে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না কোনও দলকে।
এমবাপেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কারণ মেসি বা রোনাল্ডো ইউরোপ ছাড়ছেন ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসেছে। সেখানে এমবাপে এখন মাঝপথে। কিন্তু এই প্রস্তাবের পর কী করবেন সেটা এখনও জানা যায়নি। এই ক্লাবটিই লিও মেসিকে নেওয়ার চেষ্টা করেছিল। তবে ফুটবল সমর্থকদের আশঙ্কা, এমবাপে সৌদির ক্লাবে যোগ দিলে নিশ্চিত ভাবেই তা ইউরোপীয় ফুটবলের কফিনে শেষ পেরেক হবে।