• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মালদ্বীপে পার্লামেন্ট দখল চিনপন্থী মুইজ্জুর দল মজলিসই

মালে, ২২ এপ্রিল– বর্তমানে ভারত বিদ্বেষী বলেই পরিচিত প্রতিবেশী দেশ মলদ্বীপেও ঘটে গেল পার্লামেন্ট নির্বাচন৷ তবে চিন্তার বিষয় হল মালদ্বীপের পার্লামেন্টের দখল নিল চিন ঘেষা শিবিরই৷ মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দলই জিতল মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে৷ মালদ্বীপের মজলিসে (পার্লামেন্টে) আসন সংখ্যা ৯৩৷ তার মধ্যে প্রথম ৮৬টি আসনের ভোটগণনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে৷ মালদ্বীপের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম

মালে, ২২ এপ্রিল– বর্তমানে ভারত বিদ্বেষী বলেই পরিচিত প্রতিবেশী দেশ মলদ্বীপেও ঘটে গেল পার্লামেন্ট নির্বাচন৷ তবে চিন্তার বিষয় হল মালদ্বীপের পার্লামেন্টের দখল নিল চিন ঘেষা শিবিরই৷ মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দলই জিতল মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে৷ মালদ্বীপের মজলিসে (পার্লামেন্টে) আসন সংখ্যা ৯৩৷ তার মধ্যে প্রথম ৮৬টি আসনের ভোটগণনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে৷ মালদ্বীপের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ৮৬টি আসনের মধ্যে ৬৬টি আসনেই ব্যাপক জয় পেয়েছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস৷ যা ৯৩ আসনের মালদ্বীপ মজলিসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট৷

মলদ্বীপের প্রেসিডেন্ট পদে পিপলস ন্যাশনাল কংগ্রেসের মহম্মদ মুইজ্জু থাকলেও, এতদিন মালদ্বীপ মজলিসের দখল ছিল ভারতপন্থী ইব্রাহিম মহম্মদ সোলির দলের হাতে৷ মুইজ্জু ও তার শরিক দলগুলির মজলিসে মাত্র আটটি আসনে দখল ছিল এতদিন৷ তবে এবার মুইজ্জুর দল মালদ্বীপ পার্লামেন্ট বা মজলিসেও নিজেদের আধিপত্য কায়েম করল৷

মালদ্বীপে এবার ভোটের লড়াই ছিল মূলত দ্বিমুখী৷ একদিকে মহম্মদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস৷ অন্যদিকে ইব্রাহিম মহম্মদ সোলির মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি৷ একদিকে বেজিংয়ের সঙ্গে বন্ধুত্ব করা মুইজ্জুর দল৷ অন্যদিকে ভারতপন্থী সোলির দল৷ তবে শেষ পর্যন্ত মুইজ্জুর দলের দিকেই গেল মালদ্বীপের জনমত৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুইজ্জু৷ তারপর থেকে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে ঘিরে বিস্তর চর্চা হয়েছে কূটনৈতিক মহলে৷ চিনের সঙ্গে মুইজ্জুর বন্ধুত্ব নিয়েও চর্চা হয়েছে৷