ডিলিটের পরও স্ত্রীর হাতে যৌনকর্মীদের মেসেজ, খড়গহস্ত যুবক

Written by SNS June 18, 2024 4:22 pm

লন্ডন, ১৮ জুন– যুবক ব্যবহার করেন অ্যাপেলের ফোন৷ স্ত্রী যাতে ফোনে থাকা ম্যাসেজ দেখে না ফেলে তাই সবই মুছে ফেলেন  ইংল্যান্ডের বাসিন্দা ওই যুবক৷ কিন্তু পরে সেই ডিলিট করা ম্যাসেজই স্ত্রী ফের পেয়ে যান৷ আর এরপরই বিচ্ছেদের মামলা করেছিলেন মহিলা৷ খোরপোশ হিসেবে ৫০ লক্ষ পাউন্ড দাবি করেছিলেন তিনি৷ ব্যাশ আর জায় কোথায়? এরপই যুবক অ্যাপেলের বিরুদ্ধে মামলা করেন৷
জানা গিয়েছে, একটা সময়ে আই মেসেজের মাধ্যমে বেশ কয়েকজন যৌনকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ওই যুবক৷ দেখাও করেন তাঁরা৷ দেখা-সাক্ষাতের পর সেই মেসেজ মুছে ফেলেন৷ কিন্ত্ত ভাবতেও পারেননি ওই ডিলিটের মেসেজই ডেকে আনতে বিপদ৷ ঘটনা চক্রে আইম্যাকের মাধ্যমে ওই মেসেজ দেখতে পেয়ে যান ওই যুবকের স্ত্রী৷
এর পরই অ্যাপলের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন ওই যুবক৷ তাঁর অভিযোগ, ‘আই মেসেজ’-এর মাধ্যমে মেসেজ পাঠালে তাতে অ্যাক্সেস থাকা অন্য অ্যাপল ডিভাইসে যে তা দেখা সম্ভব, সেই বিষয়টি ব্যবহারকারীদের কাছে পরিষ্কারভাবে জানায়নি সংস্থা৷ সেই কারণেই এই পরিণতি ওই যুবকের৷ তবে এবিষয়ে সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷