আনন্দের উৎসব মুহূর্তে পাল্টে গেল বিষাদে। শুক্রবার রাতে জার্মানির সোলিনজেনে উৎসব চলাকালীনই ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। তার এলোপাথারি ছুরি কোপে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত বহু। ঘটনার পরই অকুতস্থল ছেড়ে পালায় দুষ্কৃতী।ওই অজ্ঞাত পরিচয়ে হামলাকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এদিন সোলিনজেন শহরের ৬৫০ বছর পূর্ণ হয়েছিল। সেই উপলক্ষে বিরাট উৎসবের আসর বসেছিল শহরে। সেই সময় হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। সামনে যাকে পায় এলোপাথারি কোপাতে থাকে। এই ঘটনায় আতঙ্কিত ও শোকাহত শহরের মেয়র টিম কার্জবাচ বলেন, যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের আমরা দ্রুত আরোগ্য কামনা করছি।