মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক প্রৌঢ়। মার্কিন পুলিশের হাতে ধৃত ওই প্রৌঢ় আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা । গত জুলাই মাসেই নির্বাচনী সভায় প্রাণঘাতী হামলা হয় ট্রাম্পের উপর। অল্পের জন্য প্রাণরক্ষা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।
রয়টার্স সূত্রে খবর, অ্যারিজোনার কোচিস কাউন্টিতে প্রচার করতে বেরন ট্রাম্প। পাশাপাশি আমেরিকা-মেক্সিকো সীমান্তও ঘুরে দেখেন তিনি। সেসময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার হুমকি। এই কাণ্ড ঘটিয়েছেন রোনাল্ড লি সিভরুড নামে ৬৬ বছরের এক প্রৌঢ়। বিষয়টি জানতে পেরেই সিভরুডকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। কোর্টে তোলা পর্যন্ত এখন তিনি হেফাজতেই থাকবেন।
এই বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খুলেছেন ট্রাম্পও। তিনি বলেন, আমি এতে অবাক হই না। কারণ আমি এমন কিছু করতে চাই যা খারাপ লোকদের জন্য খুবই খারাপ হবে।