• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

লন্ডনে পৌঁছলেন মমতা, আজ দিনভর হোটেলেই মুখ্যমন্ত্রী

লন্ডনে পৌঁছলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) সেখানে পৌঁছন তিনি। সপ্তাহখানেকের এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

লন্ডনে পৌঁছলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) সেখানে পৌঁছন তিনি। সপ্তাহখানেকের এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সোমবার থেকে তাঁর কর্মসূচি শুরু। রবিবার বাকিংহাম প‍্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকবেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় মমতা কলকাতা থেকে রওনা দেন। মাঝরাতে দুবাই পৌঁছে সেখানে কয়েক ঘণ্টার অপেক্ষার পর লন্ডন রওনা দেন তিনি।

লন্ডনের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। মেঘলা আকাশ, সঙ্গে টিপটিপে বৃষ্টি পড়ছে। এর সঙ্গে রয়েছে কনকনে হাওয়া। মুখ‍্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ‍্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও মমতা সফরসঙ্গী। শিল্পপতি সত‍্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরীর পাশাপাশি রয়েছেন শিল্পপতি উজ্জ্বল সিনহা এবং মেহুল মোহানকা।

সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক রয়েছে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামাজিক উন্নয়ন বিষয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্রবার তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

News Hub