• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতীয় সেনা ফিরিয়ে বিমান ওড়ানোর পাইলট খুঁজছেন মুইজ্জু

মালে, ১৩ মে– বিপাকে মুইজ্জু সরকার৷ চিনের উস্কানীতে ভারতীয় সৈন্যকে ফিরিয়ে দিয়ে এবার মলদ্বীপের বিমান পরিষেবাই উঠে যেতে বসেছে৷ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর অনুরোধে সে দেশে থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা হয়েছে ভারতে৷ কিন্ত্ত তার পরই সমস্যায় পডে়ছে মুইজ্জু সরকার৷ উল্লেখ্য, দু’টি হেলিকপ্টার এবং ডোর্নিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সেনারা মলদ্বীপে অবস্থান করেছিল৷

মালে, ১৩ মে– বিপাকে মুইজ্জু সরকার৷ চিনের উস্কানীতে ভারতীয় সৈন্যকে ফিরিয়ে দিয়ে এবার মলদ্বীপের বিমান পরিষেবাই উঠে যেতে বসেছে৷ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর অনুরোধে সে দেশে থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা হয়েছে ভারতে৷ কিন্ত্ত তার পরই সমস্যায় পডে়ছে মুইজ্জু সরকার৷ উল্লেখ্য, দু’টি হেলিকপ্টার এবং ডোর্নিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সেনারা মলদ্বীপে অবস্থান করেছিল৷ যা ভারতের তরফেই দ্বীপরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল৷ ভারতের উপহার দেওয়া তিনটি বিমান ওড়ানোর মতো উপযুক্ত সেনাকর্মী নেই মলদ্বীপের সামরিক বাহিনীতে! এমনই জানালেন খোদ সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ঘাসান মৌমুন৷ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পরেই মুইজ্জু ঘোষণা করেন মলদ্বীপের ভূখণ্ডে কোনও ভারতীয় সেনা থাকবে না৷ ভারত সরকারকে অনুরোধ করেন সেনা প্রত্যাহারের জন্য৷ সেই নিয়ে দীর্ঘ আলোচনার পর নরেন্দ্র মোদি সরকার মেনে নেয় মুইজ্জুর অনুরোধ৷ তার পর মলদ্বীপ থেকে ধাপে ধাপে ৭৬ জন সেনাকে ভারতে ফিরিয়ে আনা হয়৷ এই সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই নিজেদের সমস্যার কথা জানান মলদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, ‘ভারতের দেওয়া তিনটি বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাবাহিনীতে কোনও দক্ষ পাইলট নেই৷ ওই বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল৷ এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে৷ কিন্ত্ত নানা কারণে প্রশিক্ষণ সম্পন্ন হয়নি৷’