চিনা সরকার নিয়ন্ত্রিত দেশের সর্ববৃহৎ অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানকে মৃত্যুদন্ডের সাজা শােনানাে হয়েছে। তার বিরুদ্ধে ২৬০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার পাশাপাশি, দামি গাড়ি ও সােনার বিস্কুট ঘুষ হিসেবে গ্রহণের অভিযােগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
কমিউনিস্ট পার্টির প্রাক্তন সদস্য লাই জিয়াওমিন সম্প্রতি সরকার পরিচালিত সিসিটিভি’তে নিজের ভুলের স্বীকারােক্তি দেন। তিনি স্বীকারােক্তিতে বলেছেন, একটাও পয়সাও খরচ করিনি, আমার সাহস হয়নি। শুধু টাকাগুলাে বাড়িতে রাখা আছে।
বেজিংয়ে তার বাসভবনে ছবিও ফুটেজে দেখানাে হয়। তার ঘরের সমস্ত লকার ও ক্যাবিনেটগুলাে টাকার ঠাসা। আদালতের তরফে বলা হয়, ‘লাই নিজের পদের ক্ষমতার অপব্যবহার করে মােটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন। বেশ ভালাে পরিমাণে টাকা ঘুষ হিসেবে নিয়েছেন।