১৫ জুন – ব্রিটিশ রাজ পরিবারের রাজবধূ কেট মিডলটন ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রথমবার জনগণের মাঝে । চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে যে তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। ভিডিও বার্তায় নিজেই সেই খবর জানিয়েছিলেন প্রিন্সেস অফ ওয়েলস। তার পর থেকেই তিনি ছিলেন অন্তরালে। শনিবার অনুষ্ঠিত হল ‘ট্রুপিং দ্য কালার ২০২৪ প্যারেড’। এই প্যারেডে পা মেলালেন কেট। বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে হাত নাড়তে দেখা যায় তাঁকে।
কেটের সঙ্গে ছিলেন তাঁর ৩ সন্তান, প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট। ব্রিটিশ রাজ পরিবারের প্রধান, রাজা চার্লসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর ‘ট্রুপিং দ্য কালার প্যারেড’ অনুষ্ঠিত হয়। ২৬০ বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানেই সকলের সামনে এলেন কেট।
গত বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লন্ডনের এক হাসপাতালে ভর্তি হন ক্যাথরিন ওরফে ক্যাট। অস্ত্রোপচার হয় তাঁর। স্থিতিশীল কেট সুস্থ ছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। বাকিংহাম প্যালেসের তরফে একটি বিবৃতি পেশ করে তখন বলা হয়, কেট চান তাঁর ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হোক। তার পর থেকেই ক্যাটের অসুস্থতা নিয়ে নানা জল্পনাদানা বাধে।
ব্রিটিশ রাজ পরিবারের বধূ গত মার্চ মাসে এক ভিডিওবার্তায় নিজেই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি বলেন, “গত কয়েকমাস আমার পরিবার অত্যন্ত কঠিন সময় পার করেছে। তবে আমি একটি সুন্দর চিকিৎসকদের দল পেয়েছি, যাঁরা যত্নের সঙ্গে আমার চিকিৎসা করছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ ।” এই সময় তিনি তাঁর কেমোথেরাপির কথাও জানান । এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের জন্য তাঁর উদ্বেগ প্রকাশ পায় । ভিডিওবার্তায় উইলিয়ামের কাছে তিনি তাঁর সন্তানদের দেখভালের জন্য অনুরোধ করেন । ব্রিটিশ নাগরিকরা কেটের দ্রুত আরোগ্য কামনা করছেন।