বাংলাদেশের কালী মন্দির থেকে উধাও মোদীর দেওয়া মুকুট

কালী মন্দির থেকে উধাও বিগ্রহের মাথায় থাকা সোনার মুকুট। চাঞ্চল্যকর এই ঘটনাটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুকুটটি মন্দির কর্তৃপক্ষকে উপহার দিয়েছিলেন। কথিত আছে, এই মুকুটটি রূপার তৈরি, যা সোনা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল। বাংলাদেশে দুর্গোৎসব নিয়ে হুমকি-অশান্তির মধ্যেই এই মুকুট চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।

বাংলাদেশের গণমাধ্যমের প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে যশোরেশ্বরী মন্দির থেকে মুকুটটি চুরি হয়। ঘটনার কিছুক্ষণ আগে মন্দিরের পুরোহিতরা প্রতিদিনের পুজো করে সেখান থেকে চলে যান। এর পরে মন্দিরের কর্মীরা দেখতে পান, দেবীর মাথায় থাকা মুকুটটি নেই। যশোরেশ্বরী মন্দির ভারত ও আশপাশের দেশজুড়ে ছড়িয়ে থাকা ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়।

যশোরেশ্বরী মন্দিরটি সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে অবস্থিত। দ্বাদশ শতাব্দীতে আনারি নামে এক ব্রাহ্মণ এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। তিনি যশোরেশ্বরী পীঠের জন্য ১০০ দরজার একটি মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে ত্রয়োদশ শতকে লক্ষ্মণ সেন এটির সংস্কার করেন। এই মন্দিরটি ষোড়শ শতকে রাজা প্রতাপাদিত্য পুনর্নির্মাণ করেছিলেন। ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী মোদী এই মুকুটটি উপহার দেন।


বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারত সরকার এই মন্দিরে একটি কমিউনিটি বিল্ডিং তৈরি করবে। হলটি সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে খুবই সহায়ক হবে। এছাড়াও, এটি ঝড়ের মতো দুর্যোগের সময় আশ্রয় হিসেবে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী।