চাঞ্চল্যকর দাবি ইতালীয় সাংবাদিকের : ভারতীয় বায়ুসেনার অভিযান বালাকোটে খতম ১৭০ জইশ জঙ্গি

বালাকোটে এয়ার স্ট্রাইক ঘটিয়েছিল মিরাজ-২০০০ যুদ্ধবিমান (Photo: IANS/DPRO)

উপগ্রহ চিত্র উল্লেখ করে বালাকোটে ভারতীয় বায়ুসেনার সাফল্য নিয়ে এতদিন প্রশ্ন তুলে আসছিল আন্তর্জাতিক মিডিয়া। জইশজঙ্গি নিহত হওয়ার খবরে তারা প্রথম থেকেই মান্যতা দিতে চায়নি।

এই প্রথম কোনো বিদেশী সাংবাদিক বালাকোট বিতর্কে ভারতের দাবিতে সিলমােহর দিলেন। ওই ইতালীয় সাংবাদিক বুধবার দাবি করেন, ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযান ১৩০ থেকে ১৭০ জন জইশ-এ-মহম্মদ জঙ্গি খতম হয়েছে।

২৬ ফেব্রুয়ারি ভােররাতে বালাকোটের জইশ শিবির লক্ষ্য করে এই অভিযান চালিয়েছিল বায়ুসেনা। ইতালির ওই সাংবাদিকের দাবি অনুযায়ী এখনও ৪৫ জইশ জঙ্গির চিকিৎসা চলছে।


হরকত-উল-মুজাহিদিন জঙ্গি শিবিরে তাদের চিকিৎসা চলছে। ওই সাংবাদিকের দাবি, এই শিবিরগুলি থেকেই জঙ্গি তৎপরতা চালাত জইশ জঙ্গিরা। সেই শিবিরগুলিতে দু’জন আফগান প্রশিক্ষকও ছিলেন।

ফ্রান্সিসকো মারিনাে নামে ইতালির ওই সাংবাদিক ট্যুইটার প্রোফাইলে তাঁর পরিচয় দিয়েছেন দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ হিসেবে।