লন্ডন, ৪ জুলাই – বৃহস্পতিবার সাধারণ নির্বাচন শুরু হল ব্রিটেনে। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজ়ারভেটিভ পার্টির দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি। ব্রিটেনে শুরু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল এগারোটা নাগাদ শুরু হয় ভোটগ্রহণ। একদফায় নির্বাচন হবে ৬৫০টি আসনের জন্য। এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হবে গণনা। ভারতীয় সময় শুক্রবার সকালেই নিশ্চিত হয়ে যাবে, ব্রিটেনে সরকার গঠন করতে চলেছে কোন দল। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক কি ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারবেন? সেই উত্তর মিলবে ৪ জুলাই বিকেলে।
বিপুল সংখ্যক আসন জিতে সরকার গড়বে লেবার পার্টি, এমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৬৫০টি আসনের মধ্যে ৪০০র বেশি আসন জিততে পারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল। তবে লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারের কপালেও চিন্তার ভাঁজ রয়েছে। কারণ অভিবাসী বিরোধিতার জন্য অ-শ্বেতাঙ্গ ভোটাররা মুখ ফেরাতে পারেন লেবার পার্টির দিক থেকে। পাশাপাশি একাধিক কট্টরপন্থী দলও ভালো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। উল্লেখ্য, সর্বমোট নির্বাচনে লড়ছে ৯৮টি দল। মোট ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্রিটেনের নির্বাচনী প্রথা অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টি জিতলেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে একটি দল। সেই দলের প্রধানই প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পেলে বর্তমান প্রধানমন্ত্রী প্রথম সুযোগ পাবেন সরকার গঠনের জন্য। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর নির্বাচন হয়েছিল ব্রিটেনে। সেবার ৩৬৫টি আসন গিয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভদের দখলে। ২০২টি আসন পেয়েছিল লেবার পার্টি।