ইরানে সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাল ১০০টি ইজরায়েলি যুদ্ধবিমান। শনিবার ভোরে যুদ্ধবিমান ছাড়া ড্রোনের সাহায্যেও দুই দফায় ইরানে হামলা চালানো হয়। রাজধানী তেহরান-সহ ইরানের তিনটি জায়গায় হামলা চালায় ইজরায়েল। এই হামলার নাম দেওয়া হয় ‘অপারেশন ডেজ অফ রিপেনট্যান্স’ অর্থাৎ ‘অনুতপ্ত অভিযানের দিন’। শনিবারের এই হামলার পরই আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ইরান ছাড়াও আরও দুটি দেশ, সিরিয়া ও ইরাক। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এই তিন দেশের আকাশসীমা দিয়ে কোনও বিমান যাতায়াত করছে না। যদিও হামলার পরই ইরান দাবি করে বিমান পরিষেবা চালু করা হয়েছে। অন্য দিকে ইরাক জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই তাদের আকাশসীমা বন্ধ করা হয়েছে। হামলার প্রভাব যাতে কোনও অসামরিক বিমানে না পড়ে, তার জন্যই এই সিদ্ধান্ত বলে সেখানকার সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে। ইরানে হামলার পর পরই আকাশসীমা সুরক্ষিত রাখতে পদক্ষেপ করে ইরাক।