গাজা, ১০ জুলাই – ফের গাজার স্কুলে ভয়াবহ আঘাত হানল ইজরায়েল। শনিবার ইজরায়েলি ফৌজের রকেট হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন প্যালেস্টাইন সেনার হামলায় ঘরছাড়া মানুষরা। পর পর চারদিন এই হামলার ঘটনা ঘটল। হামাস এই হামলার পিছনে ইজরায়েলকে দায়ী করছে। ইজরায়েলের তরফেও এই অভিযোগ অস্বীকার করা হয়নি। সংবাদ সংস্থা এএফপিকে তেল আভিভের তরফে জানানো হয়, তাদের সেনা ওই অঞ্চলে হামলা চালিয়েছে। বাকি হামলার কথাও স্বীকার করেছে ইজরায়েল।