• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ইজরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা রাষ্ট্রসংঘের

এবার ইজরায়েলকে ‘লজ্জার তালিকা’য় ফেলার প্রস্তুতি নিল রাষ্ট্রসংঘ৷ হামাস- ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েল ও ইজরায়েলি সেনাকে কালো তালিকাভুক্ত করতে চলেছে রাষ্ট্রসংঘ৷ যুদ্ধে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগের কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস ১৮ জুনের আগে ‘শিশু ও সেনা সংঘর্ষ’ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবেন না৷ কিন্ত্ত তার আগেই এই বিষয়টি জানতে পেরে

এবার ইজরায়েলকে ‘লজ্জার তালিকা’য় ফেলার প্রস্তুতি নিল রাষ্ট্রসংঘ৷ হামাস- ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েল ও ইজরায়েলি সেনাকে কালো তালিকাভুক্ত করতে চলেছে রাষ্ট্রসংঘ৷ যুদ্ধে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগের কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস ১৮ জুনের আগে ‘শিশু ও সেনা সংঘর্ষ’ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবেন না৷ কিন্ত্ত তার আগেই এই বিষয়টি জানতে পেরে রাষ্ট্রসংঘে ইজরায়েলের প্রতিনিধি গিলাদ এর্দেন ক্ষোভ প্রকাশ করেছেন৷
এর্দেন জানাচ্ছেন, ‘এই লজ্জাজনক সিদ্ধান্তে আমি সম্পূর্ণ হতবাক ও বিরক্ত৷’ এমনকী, তিনি ব্যক্তিগত আক্রমণও করেছেন গুতারেসকে৷ বলছেন, ‘একমাত্র একটাই লোক আজ কালো তালিকায়৷ সেটা হলেন গুতারেস নিজে৷’ অন্যদিকে রাষ্ট্রসংঘের এই ঘোষণার প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও৷ এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আইডিএফ বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী৷ এবং রাষ্ট্রসংঘের মহাসচিবের কোনও ‘চ্যাপ্টা পৃথিবী’ ধাঁচের সিদ্ধান্তে সেটা পরিবর্তিত হবে না৷’ পাশাপাশি তাঁর তোপ, হামাসের ‘অবাস্তব’ দাবির উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷
এদিকে এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ’ বলে দাবি করেছেন রাষ্ট্রসংঘের প্যালেস্তিনীয় প্রতিনিধি রিয়াদ মনসুর৷