তেহরান, ১৭ জানুয়ারি: পাকিস্তানের বালুচ জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি উড়িয়ে দিল ইরান। ইরানের সীমান্ত এলাকায় সেদেশের নিরাপত্তা বাহিনীর ওপর পাক জঙ্গি গোষ্ঠীর হামলা চালানোর বদলা নিল তেহরান। মঙ্গলবার এমনই দাবি করেছে, ইরানের সরকারি সংবাদ সংস্থা। বলা হয়েছে, পাকিস্তানের বালুচ জঙ্গি গোষ্ঠী জয়েশ আল আদলের দুটি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ইরানের এলিট বাহিনী ‘রেভলিউশনারি গার্ডস’। খবরে প্রকাশ, একদিন আগেই ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান।
এদিকে এই ঘটনায় প্রচন্ড ক্ষিপ্ত পাকিস্তান। এই নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আন্তর্জাতিক চাপানউতোর চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের দাবি, এই হামলায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় তিন জন মহিলাও জখম হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে। যদিও ইরান দাবি করেছে, তাঁরা মিসাইলের মাধ্যমে বালুচ জঙ্গি গোষ্ঠী জয়েশ আল আদলের দুটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সেখানে কোনও শিশু বা মহিলার ওপর আক্রমণ করা হয়নি।
তবে পাকিস্তানের বিদেশমন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি, ইসলামাবাদ ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, এই ঘটনার জন্য ইরানকে বড় মাশুল দিতে হবে।