• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

উত্তর সুলাওয়েসির দ্বীপের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল

প্রতীকী চিত্র

বুধবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। এদিন সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। আমেরিকার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, উত্তর সুলাওয়েসির দ্বীপের ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

প্রসঙ্গত ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় অতীতে একাধিক ভূ-কম্পনে প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সেজন্য এদিন কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা প্রাণহানির আশঙ্কায় দ্রুত বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতির হয়নি বলে সূত্রের খবর। জারি হয়নি কোনও সুনামি সতর্কতা।