হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খলিস্তানপন্থী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কানাডা পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছে। ওই ব্যক্তির নাম অর্শদীপ সিংহ। তিনি অর্শ ডাল্লা নামেও পরিচিত।এই ব্যক্তি ভারত সরকার ঘোষিত ‘সন্ত্রাসবাদী’ তালিকায় ছিলেন। ভারত তাঁকে অনেক দিন ধরেই খুঁজছিল। এমনকি, ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়।
সংবাদে প্রকাশ, সম্প্রতি কানাডায় মিলটন শহরে গুলি চালনার ঘটনায় অর্শ ডাল্লার নাম জড়ায়। আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই। তদন্ত শুরুর পর থেকেই তাঁকে খুঁজছিল কানাডার পুলিশ। রবিবার খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী অর্শ ডাল্লাকে প্রথমে আটক করা হয়, তারপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।এতদিন অর্শ কানাডায় লুকিয়ে ছিলেন বলে পুলিশসূত্রে খবর। ভারতীয় গোয়েন্দা সূত্রে গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।
ভারতে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে অর্শদীপের বিরুদ্ধে। ভারতের তরফে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হলেও নাগাল পাওয়া যায়নি। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, কানাডায় পরিবার নিয়ে বসবাস করছিলেন অর্শদীপ। তবে তিনি ভারতের পাসপোর্টধারী। তার গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া কিভাবে চলছে সেদিকে নজর রেখেছে ভারত। এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে কানাডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে বলে খবর।
খলিস্তানি টাইগার ফোর্সের ভারপ্রাপ্ত প্রধান ছিলেন অর্শদীপ। তাঁকে হরদীপ সিংহ নিজ্জরের উত্তরসূরি হিসেবেও মনে করা হতো। উল্লেখ্য, অর্শদীপের গ্যাং ভারতের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসমূলক কাজকর্ম করে বলেও অভিযোগ। চলতি বছরের সেপ্টেম্বরে কংগ্রেস নেতা বালজিন্দর সিংহ বাল্লি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন অর্শদীপ। এছাড়াও, আরও বেশ কয়েকটি মামলায় নাম জড়িয়ে পড়ে অর্শদীপের।