• facebook
  • twitter
Friday, 18 October, 2024

বাংলাদেশে তিনদিনের জন্য ভারতের সেনা প্রধান, সৌজন্য সাক্ষাৎ হাসিনার সঙ্গে

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেষ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন। ভারত-বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর পালিত হয়েছে।

বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। ভারতীয় সেনাপ্রধান তিন দিনের সফরে বাংলাদেশে গেছেন বলেই খবর।

সফরকালে মঙ্গলবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সরকারি সূত্রে এই সাক্ষাৎকে সৌজন্যমূলক বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই তা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

এই আবহে ভারতীয় সেনা প্রধানের বাংলাদেশ সফরকে কূটনৈতিক মহল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান সেনা প্রধান আগেই ভারত সফর করে গিয়েছেন।

সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জেনারেল মনোজ পাণ্ডের এটাই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের সেনা প্রধানের আমন্ত্রণেই এই সফর।

সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেষ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন। ভারত-বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর পালিত হয়েছে।

সেই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ভারতের স্বাধীনতার ৭৫ বছরের সামরিক কুচকাওয়াজে অংশ নেয়।