• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কোভিশিল্ডের দুটি টিকা নেওয়া থাকলে ভারতীয়রা নভেম্বর থেকে আমেরিকায় যেতে পারবেন

দুটি ডােজ নেওয়া থাকলে আগামী নভেম্বর থেকে ৩৩টি দেশের বিমানযাত্রীদের আমেরিকায় ঢােকার ছাড়পত্র পাওয়া যাবে। ভারতেরও নাম রয়েছে এই তালিকায়।

কোভিশিল্ড (Photo: Kuntal Chakrabarty/IANS)

টিকার দুটি ডােজ নেওয়া থাকলে আগামী নভেম্বর থেকে ৩৩ টি দেশের বিমানযাত্রীদের আমেরিকায় ঢােকার ছাড়পত্র পাওয়া যাবে। ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ভারতেরও নাম রয়েছে এই তালিকায়।

ব্রিটেন কোভিশিল্ডকে মান্যতা এখনও না দিলেও জো বাইডেনের দেশ কিন্তু সেই মান্যতা দিল। আমেরিকা জানাচ্ছে, এফডিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত টিকা নেওয়া থাকলে তারা আমেরিকায় ঢুকতে পারবে।

মডার্না, ফাইজার বায়ােএনটেক, জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, চিনের সাইনােফার্ম এবং ভারতের কোভিশিল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত। হােয়াইট হাউসের তরফে জানানাে হয়েছে, টিকার দু’টি ডােজ নেওয়া থাকলে আমেরিকায় আসার পর ওইসব যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আমেরিকায় কোভিশিল্ড ছাড়পত্র পেলেও কোভ্যাক্সিন কিন্তু ছাড়পত্র পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ভারত বায়ােটেকের এক আধিকারিক এক সংবাদ সংস্থাকে জানাচ্ছে আগামী মাসে অনুমােদন পেতে পারে কোভ্যাক্সিন।