• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

লন্ডনের বাসস্টপে কুপিয়ে খুন ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়া

লন্ডন, ১৫ মে– ফের আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা৷ প্রতি দিনের মতো লন্ডনের একটি বাসস্টপে অপেক্ষা করছিলেন অনিতা মুখে নামে ৬৬ বছর বয়সি মহিলা৷ সেখানেই এক আততায়ী আচমকা তাঁর উপর হামলা চালান৷ ছুরি দিয়ে কোপাতে শুরু করেন অনিতাকে৷ সেই হামলায় মৃতু্য হল ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়ার৷ আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, লন্ডনের ন্যাশনাল

লন্ডন, ১৫ মে– ফের আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা৷ প্রতি দিনের মতো লন্ডনের একটি বাসস্টপে অপেক্ষা করছিলেন অনিতা মুখে নামে ৬৬ বছর বয়সি মহিলা৷ সেখানেই এক আততায়ী আচমকা তাঁর উপর হামলা চালান৷ ছুরি দিয়ে কোপাতে শুরু করেন অনিতাকে৷ সেই হামলায় মৃতু্য হল ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়ার৷ আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, লন্ডনের ন্যাশনাল হেলথ্ সার্ভিসে কাজ করতেন অনিতা৷ রোজ কাজে যাওয়ার জন্য বাস ধরতেন তিনি৷ গত সপ্তাহে লন্ডলের এডগার এলাকার এক বাসস্টপে ঘটে এই মর্মান্তিক ঘটনা৷
কেন অনিতাকে খুন করা হল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ প্রাথমিক অনুমান, চুরির উদ্দেশ্যেই এই হামলার ঘটনা৷ অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন৷