• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জলদস্যুদের হাত থেকে ২৩ পাক নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

মুম্বই, ৩০ মার্চ: আরব সাগরে ফের বড়সড় সাফল্য নৌবাহিনীর। সোমালিয়ার জলদস্যুদের ১২ ঘন্টার রুদ্ধশ্বাস লড়াই। ২৩ পাক নাগরিককে উদ্ধার করল নৌবাহিনীর জওয়ানরা। গত ২৮ মার্চ বৃহস্পতিবারের ঘটনা। সম্প্রতি জলদস্যুদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। সেই দৌরাত্ম্যকে দক্ষ হাতে প্রতিরোধ করছে ভারতীয় নৌবাহিনী। কয়েকদিন আগেই বুলগেরিয়ার একটি পণ্যবাহী জাহাজকে উদ্ধার করে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে। আটক করা হয়

মুম্বই, ৩০ মার্চ: আরব সাগরে ফের বড়সড় সাফল্য নৌবাহিনীর। সোমালিয়ার জলদস্যুদের ১২ ঘন্টার রুদ্ধশ্বাস লড়াই। ২৩ পাক নাগরিককে উদ্ধার করল নৌবাহিনীর জওয়ানরা। গত ২৮ মার্চ বৃহস্পতিবারের ঘটনা।

সম্প্রতি জলদস্যুদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। সেই দৌরাত্ম্যকে দক্ষ হাতে প্রতিরোধ করছে ভারতীয় নৌবাহিনী। কয়েকদিন আগেই বুলগেরিয়ার একটি পণ্যবাহী জাহাজকে উদ্ধার করে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে। আটক করা হয় ৩৫ জন জলদস্যুকে। ধৃতদের গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, একটি ইরানি মাছ ধরার ভেসেলকে দখল করে সোমালিয়ার জলদস্যুরা। এদিন ভেসেলটি থেকে একটি ডিস্ট্রেস কল পাওয়ার পর তৎক্ষণাৎ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ। দীর্ঘ ১২ ঘন্টা লড়াইয়ের পর জলদস্যুদের কবল থেকে ভেসেলটিকে মুক্ত করে। এরপর ভেসেলটির ভিতরে ছিলেন পাকিস্তানের ২৩ জন ক্রু সদস্য। তাঁদেরকে নিরাপদে উদ্ধার করেন নৌবাহিনীর জওয়ানরা। সেই ভেসেলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়, সেটি বিপদজনক কিনা। এরপর সেটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।