• facebook
  • twitter
Friday, 11 April, 2025

কানাডায় ভারতীয়কে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে সন্দেহভাজন

কানাডায় বসবাসকারী হিন্দু ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বারবারই সরব হয়েছে নয়াদিল্লি। অভিযোগ, হিন্দু ভারতীয়দের ভয় দেখানোর চেষ্টা করছে খলিস্তানিরা।

কানাডায় বসবাসকারী হিন্দু ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বারবারই সরব হয়েছে নয়াদিল্লি। অভিযোগ, হিন্দু ভারতীয়দের ভয় দেখানোর চেষ্টা করছে খলিস্তানিরা। এরই মধ্যে কানাডার মাটিতে কুপিয়ে খুন করা হল এক ভারতীয়কে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের জন্য মৃতের পরিচয় সহ সব কিছু গোপন রাখা হচ্ছে বলে খবর।

স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে মৃতের পরিবারকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। তবে হত্যার কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই ঘটনায় রকল্যান্ড এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা আরও জোরদার পুলিশি পাহারা দাবি করছেন। পুলিশের তরফে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে।

কানাডার রাজধানী অটোয়ার কাছে রকল্যান্ড এলাকার কাছে এক ভারতীয়কে কুপিয়ে খুন করা হয়। ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের পরিবারকে সব রকম সাহায্য করার জন্য আমরা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছি।’

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কানাডার এডমন্টনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ২০ বছর বয়সি যুবককে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার কয়েকদিন আগে কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ উঠেছিল। গুরাশিস সিং নামে বছর বাইশের ওই ছাত্র সরনিয়ার ল্যাম্বটন কলেজে লেখাপড়া করতেন।