• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

অ-শ্বেতাঙ্গ ভোটব্যাঙ্ক রাজনীতির পথ কাটামুক্ত করতে বাইডেন ভারতীয় বংশোদ্ভূত সেনেটর কমলা হ্যারিস'কে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছেন।

সেনেটর কমলা হ্যারিস (File Photo: IANS)

কঠোর সমালোচককে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সহযোদ্ধা হিসেবে মনোনয়ন দিয়ে একদিকে যেমন প্রতিশ্রুতি রক্ষা করলেন তেমনই ভোটব্যাঙ্ক রাজনীতিতে এক সাংঘাকি চমক দিলেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

অ-শ্বেতাঙ্গ ভোটব্যাঙ্ক রাজনীতির পথ কাটামুক্ত করতে বাইডেন ভারতীয় বংশোদ্ভূত সেনেটর কমলা হ্যারিস’কে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছেন। মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও অ-শ্বেতাঙ্গকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তারপরই ভারতীয় সম্প্রদায়ভুক্তরা সকলে আনন্দিত হয়েছেন।

পেপসিকো প্রধান ইন্দ্র নুয়ি ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি প্রশংসনীয়। দেশে ভাইস প্রেসিডেন্ট পদে সঠিক পছন্দ। ভারতীয় বংশোদ্ভূতদের কাছে একটা গর্বের মুহূর্ত। যদিও ভারতীয় সম্প্রদায়ের গোষ্ঠীগুলির কয়েকজন সদস্য ভারত-মার্কিন চুক্তিতে হ্যারিসের অবদান নিয়ে প্রশ্ন করেছে।

ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ঘোষণা করেছিলেন, ভাইস প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে টিকিট দেবেন। তিনি হ্যারিসের নাম ঘোষণা করে প্রতিশ্রুতি রাখলেন। পাশাপাশি, বর্ণবৈষম্যকে এক কথায় বুড়ো আঙুল দেখিয়ে তিনি কোনও অ-শ্বেতাঙ্গ মহিলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন।

কমলা হারিসের বাবা একজন আফ্রিকান (জামাইকা), মা ভারতীয়। জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে একজন নির্ভীক যোদ্ধা হিসেবে কর্ণনা করে বলেন, নভেম্বরের নির্বাচনে আমরা দু’জনে মিলে প্রেসিডেন্ট ট্রাম্পকে টক্কর দেব। সেনেটর কমলা হ্যারিস টুইট করে লেখেন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আমি গর্বিত। বাইডেন যাতে প্রেসিডেন্ট হতে পারেন যথাসাধ্য চেষ্টা করব’।

সেনেটর কমলা হ্যারিস একটা সময় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকলেও দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে তিনি বাইডেনের কাছে হেরে যান বাইডেনে বিরুদ্ধে সেনেটে তাকে সরব হতেও দেখা গেছিল। কিন্তু নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে মনোনয়ন দিয়ে জো বাইডেন রীতিমতো চমক দিলেন তা নয়, অ-শ্বেতাঙ্গ ভোট ব্যাঙ্ক রাজনীতির পথও মসৃণ করলেন।