আমেরিকার কাছ থেকে ৭৩ হাজার সিগ ৭১৬ রাইফেল কিনতে চলেছে ভারত
আমেরিকার কাছ থেকে ৭৩ হাজার সিগ ৭১৬ জি ২ অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে ভারত । অত্যাধুনিক মানের এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে।৭.৬২ মিলিমিটারের সিগ ৭১৭ রাইফেলই আগামী দিনে ব্যবহার করবে । আমেরিকায় তৈরি এই স্বয়ংক্রিয় রাইফেল অনেক বেশি প্রাণঘাতী। এর সাহায্যে শত্রুপক্ষকে যে কোনও দিক থেকে আক্রমণ করা যাবে।