দিল্লি, ৮ মার্চ – চিন সীমান্তে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারত। সম্প্রতি চিন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চিনের আগ্রাসন রুখতে এবং বিরোধপূর্ণ সীমান্তে নিরাপত্তা জোরদার করতেই বাড়তি সেনা মোতায়েন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেনা সূত্রে খবর, বর্তমানে সীমান্ত এলাকায় ৯০ হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত সেনাকে ফাইটিং কমান্ডের অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের ৫৩২ কিলোমিটার চিন সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে।