• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তদন্তের মুখে ইমরান প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহারের নেকলেস ১৮ কোটিতে বিক্রি

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। পদ হারানোর পরে এবার দুর্নীতির মামলায় তদন্তের মুখে পড়লেন ইমরান খান।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। পদ হারানোর পরে এবার দুর্নীতির মামলায় তদন্তের মুখে পড়লেন ইমরান খান।

অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের আইন বলছে, সরকারি থাকাকালীন উপহার পাওয়া সমস্ত জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইমরান সে নিয়ম মানেননি বলে অভিযোগ।

ইমরান ওই নেকলেসটি তাঁর বিশেষ সহায়ক জুলফিকার বুখারির মাধ্যমে লাহোরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন বলে এক সংবাদমাধ্যম দাবি করেছে।

পদে অনুযায়ী, বহু মূল্যবান নেকলেসটি আত্মসাৎ করার জন্য ইমরান পাক আইনের একটি ধারাকে হাতিয়ার করেন বলে অভিযোগ।

ওই ধারা কোনও সরকারি বা সাংবিধানিক পদাধিকারী উপহার নিজের কাছে রাখতে চাইলে সেটির বাজারমূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হয়।

এক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক হাজার টাকা সরকারি ভাঁড়ারে জমা দিয়ে সেটি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।

ইতিমধ্যে পাক গোয়েন্দা সংস্থা ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’কে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।